নিউজ ডেস্ক : মঙ্গলবার সকাল থেকেই গুমোট আবহাওয়া। চড়া রোদ না থাকলেও ভ্যাপসা গরমে নাজেহাল জীবন। আংশিক মেঘলা আকাশ। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। ।পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে।
এবার ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। উত্তরবঙ্গের দু-তিন জেলায় বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। আপাতত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তাপমাত্রা বাড়বে পাহাড় নগরীতে।
উত্তরবঙ্গের পাশাপাশি আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দক্ষিণবঙ্গেও। মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বাড়ল। মঙ্গলবার থেকে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়বে। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়।
এদিকে কলকাতায় এক লাফেই রাতের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়ল। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য বেড়েছে। কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী কয়েক দিন এমনই থাকবে পারদ। তবে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।