নিউজ ডেস্ক: মঙ্গলবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৯ তম আবির্ভাব দিবস ৷ রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে এই বিশেষ দিন। অন্যান্য বছরের মতো এবছরেও বেলুড় মঠে পালিত হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব ৷ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হবে এই বিশেষ দিনটি। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে মূল অনুষ্ঠান ৷ এরপর সারাদিনব্যাপী নানাবিধ অনুষ্ঠান রয়েছে। ঊষা কীর্ত থেকে বৈদিক পাঠ, ভজন কীর্তন, বিশেষ পুজো থেকে হোম,ধর্মসভা হবে বলে কতৃপক্ষ সুত্রে খবর মিলেছে।
১২ মার্চ রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল অনুষ্ঠান সূচি৷
সূচি মেনেই এদিন ৮টায় শ্রী রামকৃষ্ণ বন্দনার মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান ৷ এরপর সকাল ৯টা ৫ মিনিটে দেবরাজানন্দের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনান ৷ সকাল ৯টা ৫০ মিনিটে শুরু হয়েছে ভক্তি গীতি ৷ এরপর একে একে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ, গীতি নাট্য, ভজনের মত দিনভর রয়েছে নানা অনুষ্ঠান৷
মঙ্গলবার ভোর সাড়ে চারটেয় মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর সন্ন্যাসী ও ভক্তরা খোল-করতাল বাজিয়ে মঠ চত্বরে ঊষা-কীর্তন করেন। আজ দিনভর বেলুড় মঠে রামকৃষ্ণ বন্দনা, কথামৃত পাঠ, ভক্তিগীতি, ধর্মসভা চলবে। আজকের এই বিশেষ দিনে বেলুড়মঠে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম। দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থাও থাকছে।