অর্জুন সিং(Arjun Singh) এর অফিস থেকে
সরানো হল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তাহলে কি ফের দল ছাড়তে চলেছেন অর্জুন?জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর বিজেপি মরিয়া
চেষ্টা চালাচ্ছে দলের পুরোনো সৈনিককে ফিরে পাওয়ার। মুখে না বললেও সেই রাস্তা খোলা রেখেছেন
অর্জুন। এবিষয়ে অর্জুনের মন্তব্য, “ভেবে দেখছি”।
ব্যারাকপুরেরPartha Bhowmick) নাম ঘোষণা হওয়ার পর থেকেই দলের সিদ্ধান্তে ক্ষুব্ধ
বিজেপির (BJP) টিকিটে জিতে আসা পরে তৃণমূলে যোগদানকারী সাংসদ অর্জুন। রবিবার সরাসরি তিনি সংবাদমাধ্যমের সামনে তার ক্ষোভ উগড়ে দেন। যদিও তিনি সেদিন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
যেটা ভাল মনে করেছেন সেটাই করেছেন।তবে
সেদিন বিকেল থেকেই বিক্ষোভ শুরু করে অর্জুনের অনুগামীরা। এমনকি সোমবার থেকে সুর বদলে যায় অর্জুন সিংয়ের। দল বিশ্বাসঘাতকতা করেছে। টিকিট দেবে না জানলে আমি
দলে যোগ দিতাম না। এহেন কথা বলতে শুরু
করেন তিনি। আর মঙ্গলবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হয় তাঁর দফতর থেকে। যা যথেষ্ট
ইঙ্গিতপূর্ণ। ছবি সরিয়ে দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে
অর্জুন বলেন,“দেড় বছর
নষ্ট হল। দল আমায় ছুঁড়ে ফেলে দিয়েছে। দলে এখন আমি অপ্রয়োজনীয় হয়ে পড়েছি”। তবে অর্জুনকে ধরে রাখার মরিয়া
চেষ্টা চালাচ্ছে শাসক দল। রাজ্যের নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন
তিনি অর্জুনকে ফোন করেছেন। তাঁর জন্য বিকল্প ভাবনার কথা চলছে। সেটা তাকে জানানো হয়েছে”।
তবে অভিমানী অর্জুনের পাল্টা মন্তব্য, “যেটা আমার কাছে ছিল
( সাংসদ পদ) সেটাই চলে গেল। এখন কেউ ললিপপ ধরানোর চেষ্টা করছে। তাতে কাজ হবে না”। তবে
মুখে দল্বদলের কথা এখনও ভাবছেন না বলেই জানিয়েছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। তবে মমতা (Mamata banerjee) ও অভিষেকের (Abhshek Banerjee) ছবি সরিয়ে দেওয়াটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কেউ কেউ ২০১৯
সালের কথা মনে করিয়ে দিচ্ছেন। যখন এবারের মতই তৃণমূলের টিকিট চেয়েও পাননি অর্জুন। ব্যারাকপুরের
টিকিট সেবার পেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) । ছবি সরিয়ে সেবার
দিল্লিতে গিয়ে তৃণমূলে যোগদান করেন অর্জুন। এবং বিজেপির টিকিটে দিনেশকে হারিয়ে ব্যারাকপুরের
সাংসদ নির্বাচিত হন তিনি। ২০২০ সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে খুন হয়ে যান তাঁর
ছায়াসঙ্গী মনিশ শুক্লা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর মুড়ি মুড়কির মত পুলিশ কেস
দেওয়া হয় তাঁর নামে। এর পর ২০২২ সালে তৃণমূলে যোগ দেন অর্জুন। ফের একবার টিকিট না পেয়ে
বিজেপিতে যোগ দেওয়ার রাস্তা কি তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই অর্জুনকে ফিরে
আসার আহবান জানিয়ে বলেছেন, “তৃণমূলে গেলেও বিজেপি কর্মীদের উত্যক্ত করেননি অর্জুন।
চাপে পড়ে তৃণমূল গেছিলেন। ভাবনা চিন্তা করে ফিরে আসতে পারেন। দল সিদ্ধান্ত নেবে”। অর্জুনকে
ফিরে আসার আহবান জানিয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া কৌস্তভ বাগচীও।