লোকসভা উপনির্বাচনে যে মন্তব্য করে মামলা হয়েছিল
অগ্নিমিত্রা পালের নামে। লোকসভা নির্বাচনের
প্রাক্কালে পুনরায় সেই মন্তব্য করলেন অগ্নিমিত্রা পাল। উপনির্বাচনে তাঁর নামে দায়ের
হওয়া সেই মামলায় জামিন নিতে এসে একই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক।
আদালত চত্বরেই তিনি বললেন “মারের বদলা মার হবে” মারের পাল্টা কখনও আদর হতে পারে না।
আসানসোল পুরনিগমের ভোটে ও আসানসোল লোকসভা
উপনির্বাচনে প্রচারে বেরিয়ে বেশ কিছু অশান্তি ঝামেলার মধ্যে জড়িয়ে ছিলেন
অগ্রিমিত্রা পাল। বেশ কিছু রাজনৈতিক
অশান্তির ঘটনায় মামলা হয়েছিল আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা
পালের বিরুদ্ধে। আর সেই মামলায় জামিন নিতে আসানসোল আদালতে পৌঁছান অগ্নিমিত্র পাল।
তিনি বিজেপির লিগাল সেলের আইনজীবীর কাছে নিজের প্রয়োজনীয় নথিপত্র জমা করেন।
অগ্নিমিত্রা পালের দাবি চিরকালই অশান্তি করবে তৃণমূল। আর আমাদের বিরুদ্ধে মামলা
দেওয়া হবে। উপনির্বাচনে আমার গাড়ির কাঁচ ভাঙলো আমার বিরুদ্ধে মামলা হল।
পুরনিগমের ভোটে আমাদের কার্যকর্তাদের মারধর করা হল আমাদের বিরুদ্ধে মামলা হল। এটাই
তৃণমূল করে। কিন্তু আইন আইনের পথেই চলবে তাই আইনের পথে আমি জামিন নিতে এসেছি।
এদিন লোকসভা ভোটের আগে ফের নতুন করে বিতর্কিত
মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল। কোর্টে বসেই তিনি বলেন মারের বদলে মার হবে। এমনিতেই
গরম গরম বক্তব্য দেওয়ার জন্য বেশ নাম করেছেন এই বিজেপি বিধায়ক। অগ্নিমিত্রার আগুন ঝড়ানো
বক্তব্য কর্মীরা উজ্জীবিত হন। তবে তিনি বেশ বিপাকে পড়েছেন মন্তব্য করে। মামলার ডাই
জমেছে তাঁর নামে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি বলেন, “মমতা ব্যানার্জীর
পুলিশ আমাকে কেস দিয়েছে। কোন আন্দোলন বা প্রতিবাদ করলে কেস দেয়। আমার গাড়ি ভাঙা হয়েছিল।
উলটে আমাদের নামে কেস দেওয়া হল। তিনিটে মামলা করেছে। যে আমাদের সম্মান দেবে তাঁদের
আমরা সম্মান দেব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ছাড়া বিগ জিরো। আমাদের ধমকে চলছে
পুলিশের কেসে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার সময় চলে
এসেছে”।