নিউজ ডেস্ক : ভোরে শীতল অনুভূতি থাকলেও, বেলা বাড়তেই গরম অনুভূত হচ্ছে। বলতে গেলে পাখা অফ করে দিন কাটানোর সময় শেষ। প্রকৃতিতে আবহাওয়ার খামখেয়ালিপনা তারই জানান দিচ্ছে। সকালের দিকে রয়েছে আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ ফলে এবার ধীরে ধীরে রাতের তাপমাত্রাও আরও একটু বাড়বে।
অন্যদিকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়ার সম্ভবনা। বৃহস্পতি ও শনিবার বেশি বৃষ্টির পূর্বাভাস।
রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকবে। ফলে বুধবার উপকূলের তিন জেলাতে বৃষ্টির সম্ভবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার অবধি মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার ফের বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
এদিকে বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। কলকাতায় দিনের তাপমাত্রার সঙ্গে সঙ্গে এবার রাতের তাপমাত্রা আরও বাড়ল। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েক দিন এমনই থাকবে তাপমাত্রার পারদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। তবে বৃহস্পতিবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। শনি-রবিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামি ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।