নিউজ ডেস্ক: সব কাজ বলেই করব। আমি কোন কিছু লুকোই না। একটু অপেক্ষা করুন। যখন যাব সংবাদমাধ্যমকে জানিয়েই যাব। দলবদলের জল্পনা প্রসঙ্গে স্পষ্ট ইঙ্গিতবাহী মন্তব্য করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
ঘনিষ্ঠ মহল থেকেও অর্জুন সিং তৃণমূল ও বিজেপি দুই দলকেই তাঁর বার্তা পৌঁছে দিয়েছেন। সূত্রের খবর বিজেপির বঙ্গের দ্বিতীয় তালিকা প্রকাশের সময় এই লোকসভা কেন্দ্র থেকে তাঁর নাম ঘোষণা করবে বিজেপি। সেই মর্মে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। অপেক্ষা শুধু কেন্দ্রীয় নেতৃত্বের সিলমোহরের।
আগে এই কেন্দ্র থেকে অন্য একটি নামের কথা নাকি ভাবনা চিন্তার পর্যায়ে ছিল। কিন্তু যার নাম নিয়ে চর্চা হচ্ছিল তারও অর্জুনকে নিয়ে কোন আপত্তি নেই বলেই জানা গেছে।
এদিকে মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে প্রধানমন্ত্রীর ছবি লাগানো হয়। দল্বদলের জল্পনার মাঝে দফতরে ছবি বদল প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ছবি আগেও ছিল। প্রধানমন্ত্রীর ছবি সব জায়গায় থাকা উচিত। ওটা কোন বিষয় নয়”। অন্যদিকে মঙ্গলবার সুকান্ত মজুমদার একটি সভায় বলেন, “অর্জুন সিং বিজেপি করতেন। ওই সাংসদ পদ ত্যাগ করেননি উনি বিজেপি সংসদই রয়েছেন এটা আমার সৌভাগ্য উনি একথা বলেছেন ওনার এই কথাটি আমি সাধুবাদ জানাচ্ছি আশা করি আগামী দিনে এক সঙ্গে কাজ করব।
ব্যারাকপুর তার আবেগ। ব্যারাকপুরের বাইরে কোন কেন্দ্রে তিনি প্রার্থী হবেন না বলে জানিয়েছেন। ফলে তৃণমূলের দেওয়া বরানগর কেন্দ্র থেকে লড়ার প্রস্তাবে অনীহা প্রকাশ করেছেন অর্জুন। তিনি স্পষ্ট বলেন, “ব্যারাকপুরের মানুষ এবং এই মাটির জন্য সবকিছু ত্যাগ করতে পারি। ব্যারাকপুর বিপ্লবীদের জায়গা। ব্যারাকপুরের জনগণের জন্য অনেক কিছু করেছি। আগামীতে আরো অনেক কিছু করার ইচ্ছে আছে”।
শুধু দলবদলের জল্পনা নয় তৃণমূল যাতে বিপাকে পড়ে সেই মন্তব্যও এসেছে তাঁর তরফে। তিনি জানিয়েছেন, “সন্দেশখালীর ঘটনার পর তৃণমূলের ভীত নড়ে গেছে। তার পর আরেকটি মাইল ফলক যোগ হল”।