নিউজ ডেস্ক: এমদম নাকের ডগায় লোকসভা ভোট। ইতিমধেই ৪২টি আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। তবে বাকি দল গুলি এখনও নিজেদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি। অন্যদিকে বিজেপি ইতিমধ্যেই ১৯৫ প্রার্থীর নাম প্রকাশ করেছে প্রথম দফায়। বুধবার বিজেপির দ্বিতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণা করার কথা। বামেরাও এখনও সামনে আনেনি তাদের প্রার্থী তালিকা। কিন্তু এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে ভোট প্রচার। চলছে দেওয়াল লিখনের কাজও।
ইতিমধ্যেই মালবাজার মহকুমার মেটেলি ব্লকে ভোটপ্রচারে নামল বিজেপি। এদিন মেটেলি বাজারে বিজেপির আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে দেওয়াল লিখনের মাধ্যমে ভোটপ্রচারের কাজ শুরু করা হয়। অন্যদিকে এবার লোকসভা ভোটে তমলুকে তৃণমূলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য। রবিবার ব্রিগেডের সভায় প্রার্থী তালিকা ঘোষণার পরই মাঠে নেমে পড়েছেন তিনি। মন্দির, মসজিদের দুয়ারে মাথা ঠুকে শুরু করলেন প্রচার। নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী। এলাকায় ঘুরে জনসংযোগ সারেন। এদিন সামশাবাদ মাজারেও যান দেবাংশু।
পাশাপাশি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনের মধ্য দিয়ে মন্ত্রীকে নিয়ে প্রচার শুরু করে দিলেন বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল। বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের দ্বিতীয়বারের প্রার্থী অসিত মাল। মঙ্গলবার রাত্রে বীরভূমের বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মধ্য দিয়ে শুরু করে দিলেন প্রচার। সঙ্গে ছিলেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
উল্লেখ্য জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আগামিকাল ১৪ মার্চ, ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আয়োজন করা হয়েছে। এরই সঙ্গে লোকসভা ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেসের নয়া প্রচার বুধবার থেকে। প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি যাবেন প্রার্থী-সহ নেতারা। ১০০ দিনের কাজের টাকা পাওয়ার অধিকার সহ আবাসে ঘর পাওয়ার অধিকার। অথচ কেন্দ্র সেই অধিকার দিচ্ছে না। এই বার্তা নিয়েই লোকসভা ভোটের প্রচারে শুরু হচ্ছে তৃণমূলের ‘অধিকার যাত্রা’৷