নিউজ ডেস্ক: তৃণমূলের প্রার্থিতালিকায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম দেখেই অভিমান হয়েছিল বাবুন বন্দ্যোপাধ্যায়ের। দল টিকিট না দিলেও নির্দল হিসাবেই ভোটে দাঁড়াবেন বলেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ৪২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। এবার এই নিয়ে ক্ষোভের সুর শোনা গেল বাবুন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বিজেপিতে যোগদান করছেন- মঙ্গলবার বাবুন ওরফে স্বপন হঠাৎ দিল্লি পাড়ি দেওয়ায় সেই জল্পনা আরও বেশি দৃঢ় হয়। তবে গত ২৪ ঘণ্টায় রাজনৈতিক মহলে এ বিষয় নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা নস্যাৎ করে বাবুন বলেন, ‘‘যত দিন দিদি আছে দল (তৃণমূল) ছেড়ে কোথাও যাব না।’’ তবে একই সঙ্গে তিনি এ-ও জানিয়েছেন যে, রাজ্যের একটি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন তিনি। দল টিকিট না দিলেও তিনি নির্দল হিসাবেই দাঁড়াবেন সেখানে।
এ প্রসঙ্গে বাবুনের দাবি, তাঁকে তো চূড়ান্ত অপমান করেছেন প্রসূন। সাংসদ তহবিলের টাকাও খরচ করেননি ঠিক করে। হাওড়ার বাসিন্দাদের মধ্যে তাঁকে নিয়ে ক্ষোভ রয়েছে। আরও অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও প্রসূনকে কেন প্রার্থী করা হল, এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ নিয়ে আপত্তি জানালেও কাজ হয়নি বলে জানিয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য লোকসভা নির্বাচনের জন্য একসঙ্গে ৪২ আসনেই প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ মিটছে না তৃণমূলের অন্দরে। একে একে অর্জুন সিংহ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবীররা যেমন মুখ খুলেছেন, তেমনই এবার টিকিট নিয়ে ক্ষোভ দেখা দিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেরও।