বুধবার সকালে জানিয়েছিলেন হাওড়া লোকসভায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়বেন বাবুন বন্দ্যোপাধ্যায়।নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা বলতেই ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বললেন,
“নো রিলেশন।আজ থেকে আমার ভাই হিসেবে কেউ কোনও পরিচয় দেবেন না।ওকে আমাদের পরিবারের কোনও মেম্বার বলে আমি মনে করি না।ওর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম।” সরাসরি বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিদিভাই সম্পর্ক ছিন্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, “যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, তার অনেক কাজকর্মই অনেক দিন থেকে আমি পছন্দ করি না। আমি অন্যায় কখনও সহ্য করি না। কিন্তু সবাই তো বাইরে সব বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তবু মুখ ফোটে না। সব ভোটের সময়ই অশান্তি করেছে। ওকে মানুষ করতে পারিনি। ”
মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে পাল্টা বাবুন বলেন,” মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবক হিসেবে যা বলছেন ঠিক বলেছেন। “