গুরুতর অসুস্থ বাসন্তী চট্টোপাধ্যায়। তাঁকে শেষ দেখা গিয়েছে স্নেহাশিস চক্রবর্তীর জনপ্রিয় ধারাবাহিক “গীতা এলএলবি”-তে। দীর্ঘদিন তাঁকে যিনি নিয়মিত দেখাশোনা করেন তিনি জানিয়েছেন, প্রবীণ অভিনেত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ভর্তি করা হয়েছে দমদমের এক বেসরকারি হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা কোনও আশা দিতে পারছেন না। কাউকে চিনতে পারছেন না তিনি।
দীর্ঘদিন ধরেই বাসন্তী দেবী নানা রোগে জর্জরিত। ক্যান্সারে আক্রান্ত তিনি। কেমো নিয়ে সাময়িক সুস্থ হলেও ফের মারণরোগ ফিরে আসে। তাঁর পেসমেকার বসানো আছে। কিডনি অকেজো। কোভিডকালে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। অজ্ঞান হয়ে বাসন্তী দেবী বাথরুমে পড়ে গিয়েছিলেন। তার থেকেই মুখে-মাথায় গাঢ় কালশিটে চোট-আঘাত।