নিউজ ডেস্ক : সকাল থেকেই মেঘলা আকাশ। বুধবারের থেকে খানিকটা স্বস্তি দিচ্ছে বৃহস্পতিবারের আবহাওয়া। তবে গুমোট ভাব এখনও কাটেনি। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলায় বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতি, শনি ও মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বজ্রপাত ও দমকা বাতাস নিয়ে জারি হল হলুদ সতর্কতা। ররিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরম কিন্তু বেড়েই চলছে। ৩৬ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবার দিনভর অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া ৷
বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূল ও পশ্চিমের জেলাগুলি-সহ প্রায় ১১ জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভবনা। এবং শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে কলকাতায় রাতের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায় বাড়ছে অস্বস্তি। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ সপ্তাহে সেরম বৃষ্টির সম্ভবনা নেই কলকাতায়। রবিবার কিম্বা রবিবারের পর মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।