নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর। দোল পূর্ণিমায় ৪ জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের। রেলের এই সিদ্ধান্ত উৎসবের জেরে ভিড়ে নাজেহাল যাত্রীদের জন্য স্বস্তির খবর। সাধারনত হোলি উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় কম করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেল চার জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই স্পেশ্যাল ট্রেনগুলি নিউ জলপাইগুড়ি-আসানসোল, নিউ জলপাইগুড়ি-গোরখপুর, ডিব্রুগড়-গোরখপুর ও কাটিহার-রাঁচির মধ্যে চালানো হবে। প্রত্যেকটি ট্রেন ২টি করে ট্রিপ করবে বলেই রেল সূত্রে জানা গেছে।
এক নজরে দেখে নিন কোথা থেকে কোথায় চলবে এই স্পেশ্যাল ট্রেনগুলি-
.ট্রেন নং. ০৫৭৬৪ (নিউ জলপাইগুড়ি-আসানসোল) নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ২২ ও ২৯ মার্চ শুক্রবার ৯টা ৪৫ মিনিটে রওনা দিয়ে পরের দিন ১০.২৫ মিনিটে আসানসোল পৌঁছবে।
. ট্রেন নং. ০৫৭৬৩ (আসানসোল-নিউ জলপাইগুড়ি) আসানসোল স্টেশন থেকে ২৩ ও ৩০ মার্চ শনিবার ১টায় রওনা দিয়ে পরের দিন ২টো ৩০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে।
.ট্রেন নং. ০৫৭৬২ (কাটিহার-রাঁচি) কাটিহার স্টেশন থেকে ২১ ও ২৮ মার্চ বৃহস্পতিবার ১০টা ৩০মিনিটে রওনা দিয়ে পরের দিন ২ টো ২৫ মিনিটে রাঁচি পৌঁছবে।
. ট্রেন নং. ০৫৭৬১ (রাঁচি-কাটিহার) রাঁচি স্টেশন থেকে ২২ ও ২৯ মার্চ শুক্রবার ৮টা ৩০ মিনিটে রওনা দিয়ে পরের দিন ১১টায় কাটিহার পৌঁছবে।
. ট্রেন নং. ০৫৯৭৮ (ডিব্রুগড়-গোরখপুর) ডিব্রুগড় স্টেশন থেকে ২১ ও ২৮ মার্চ বৃহস্পতিবার ৭টা ২৫ মিনিটে রওনা দিয়ে শনিবার ৬টা ২৫ মিনিটে গোরখপুর পৌঁছবে।
. ট্রেন নং. ০৫৯৭৭ (গোরখপুর-ডিব্রুগড়) গোরখপুর স্টেশন থেকে ২৬ মার্চ ও ২ এপ্রিল মঙ্গলবার ১০টা ৪৫ মিনিটে রওনা দিয়ে বৃহস্পতিবার ১টা ১০এ ডিব্রুগড় পৌঁছবে।
. ট্রেন নং. ০৫৭৭৮ (নিউ জলপাইগুড়ি-গোরখপুর) নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ২৫ মার্চ ও ০১ এপ্রিল সোমবার ৩ টেয় রওনা দিয়ে মঙ্গলবার ৬টা ২৫এ গোরখপুর পৌঁছবে।
. ট্রেন নং. ০৫৭৭৭ (গোরখপুর-নিউ জলপাইগুড়ি) গোরখপুর স্টেশন থেকে ২৩ মার্চ ও ৩০ মার্চ শনিবার ১০টা ৪৫এ রওনা দিয়ে রবিবার ৫টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-এর ওয়েবসাইটে উপলব্ধ এবং বিভিন্ন সংবাদপত্রে ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হয়েছে। যাত্রা শুরু করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।