বিহারে জনতা দল ইউনাইটেড লোক জনশক্তি পার্টি
এবং হাম পার্টির সঙ্গে জোট করে লড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি ইন্ডিয়া। বিহারে এনডিএ জোটের আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে। সূত্রের খবর ৪০টি লোকসভা আসন বিশিষ্ট বিহারেমোট
আসনের নিরিখে অর্ধেক আসন অর্থাৎ কুড়িটি সিটে
লড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। নিতিশ কুমারের নেতৃত্বাধীন
জনতা দল ইউনাইটেড ১৪ টি আসনে, চিরাগ পাসোয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি ৫টি আসনে এবং হাম একটি আসনে তাদের প্রার্থী দিতে চলেছে।
আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরেই দ্রুত
প্রার্থী তালিকা প্রকাশ করতে চায় বিজেপি। চিরাগ পাসওয়ার্ড বলেছেন
কমপক্ষে ৩৮ টি আসনে জয়লাভ করবে ইন্ডিয়া জোট এবং চতুর্থ বার বিহারের লোকসভা আসন
গুলিতে এনডিএ বিরোধীদের তুলনায় অত্যন্ত ভালো ফল করবে।
অন্যদিকে ওপিনিয়ন পোলেও বিজেপির ভালো ফলাফলের
সম্ভাবনা দেখা দিচ্ছে। বেসরকারি সংস্থার করা অপিনিয়নপোলে ৩৮ টি আসন ইন্ডিয়া জোটের ঝুলিতে দেখানো হয়েছে।
অন্যদিকে দুটি আসন দেওয়া হয়েছে ইন্ডিজোটকে। তবে তাঁদের এত খারাপ ফল হবে মানতে
নারাজ আরজেডি। তবে ওপিনিয়ন পোলের ধারে কাছেও বিজেপি পৌঁছলে জোটের
আশানুরূপ ফল হবে বলেই রাজনৈতিক মহলের মত।