আব কী বার ৪০০ পার। ডাক দিয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। একা
বিজেপি ৩৫০ টি আসন এবং এনডিএ ৪০০ আসন পাবে দাবি করেছে বিজেপি। তবে কি একই কথা বলছে
অপিনিয়ন পোল?
এখনও লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয় নি। বেশির ভাগ দলের
প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। তৃণমূল ৪২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বাংলা
বাদে ভারতের আর কোথাও কি তৃণমূল লড়বে তা এখনও জানা যায়নি। গোয়া, মিজোরাম, মণিপুরে জাতীয়
পর্যায়ে ভরাডুবির পর বাংলার বাইরে তৃণমূলের লড়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে যারা
জাতীয় পর্যায়ে লড়বেন তাদেরও পুর্নাঙ্গ প্রার্থী তালিকা বের হয়নি। এর মাঝেই সামনে এসেছে
বিভিন্ন বেসরকারি সংস্থার ওপিনিয়িন পোল।যা
থেকে আন্দাজ পাওয়া যাচ্ছে আগামী লোকসভা ভোটের ফলাফল কেমন হতে পারে। দু-একদিনের মধ্যেই লোকসভার দিনক্ষণ ঘোষণা হতে পারে।তার আগেই ওপিনিয়ন পোলে মোদী ম্যাজিক ফিরবে কিনা সেই সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ৫৪৩ আসনের লোকসভায় কার ঝুলিতে
কত আসন থাকতে আসতে পারে। যার স্পষ্ট ইঙ্গিত
দিয়েছে বিভিন্ন সংস্থা।
এবিপি নিউজ সি
ভোটার:এই সংস্থার জনমত সমীক্ষা দাবি
করেছে ইন্ডি জোটের দখলে থাকবে ২০৫ টি আসন এবং কংগ্রেসের ঝুলিতে ১৬০ টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কংগ্রেসের ফলাফল গত লোকসভার তুলনায় ভালো হলেও শাসক হওয়ার স্বপ্ন
স্বপ্নই থেকে যাবে ইন্ডি জোটের নেতাদের। সমীক্ষায় দেখা
যাচ্ছে গেরুয়া শিবিরের হাতে থাকবে ৩৩৫ টি আসন। একা বিজেপির
হাতে থাকবে ২৯৫ টি আসন। অন্যান্যদের হাতে থাকবে ৩৫ থেকে ৪৫
টি আসন।
টাইমস নাউ ইটিজি রিসার্চ:দেশজুড়ে সমীক্ষা চালিয়েছে টাইমস নাও গোষ্ঠী। সংস্থার তরফে দাবি করা হয়েছে ২০২৪ এর
লোকসভায় নির্বাচনে ৩৩৩ থেকে ৩৬৩ টি আসন দখল করবে বিজেপি ইন্ডিয়া জোটের হাতে
থাকবে, কমপক্ষে ৩৫৮ থেকে ৩৯৮ টি আসন অর্থাৎ ৪৬৬ অবস্থা হবে
ইন্ডিয়া জোটের তাদের সমীক্ষা মতে কংগ্রেসের দখলে থাকবে ২৮ থেকে ৩৮ টি আসন এবং মহাগঠবন্ধন অর্থাৎ ইন্ডি জোট পেতে পারে ১১০ থেকে ১৩০টি
আসন। অন্যান্যদলের দখলে থাকতে পারে ৪৫টি আসন। এই সংস্থা সমীক্ষা অনুসারে কংগ্রেসের তাদের সর্বকালীন খারাপ আসন
পাওয়ার রেকর্ড গড়তে পারে।
ইন্ডিয়া টুডে সি ভোটার:
এই সংস্থার সমীক্ষা জানাচ্ছে ইন্ডি জোটের দখলে থাকতে পারে ১৬৬ টি আসন। বিজেপির দখলে থাকতে পারে ৩০৪ টি আসন এবং এনডিএর দখলে থাকবে মোট ৩৩৫ টি আসন। অন্যান্য নির্দল ও আঞ্চলিক দলের ঝুলিতে যাবে সব
মিলিয়ে ১৬৮ টি আসন।
এর আগেও বিভিন্ন নির্বাচনে দেখা গিয়েছে অনেক
ক্ষেত্রেই অপিনিয়ন পোলের ফলাফলের সঙ্গে বাস্তব ফলের মিল নেই। আবার অনেক ক্ষেত্রে ওপিনিয়ন পোলের ধারে কাছে গিয়ে পৌঁছয় বাস্তবের ফলাফল। তবে
ফলাফল যাই হোক না কেন তার জন্য অপেক্ষা করতে হবে লোকসভা নির্বাচনের ফলাফল বের
হওয়া পর্যন্ত। যদিও এই ফলাফলকে মানতে রাজি নয়
বিজেপি কংগ্রেস কোনো পক্ষই। তাদের দাবি ওপিনিয়ন পোলের তুলনায় তারা বেশি ভালো ফল করবে।
একদিকে বিজেপির দাবি একাই দল হিসেবে ৩৫০ টি আসন পাবে এবং জোটবদ্ধ ভাবে তারা ৪০০ টি আসন পেতে চলেছে বলে দাবি
করে আসছে। অন্যদিকে কংগ্রেস দাবি করছে ওপিনিয়ন পোল যে ফলাফল
দেখাচ্ছে তার সঙ্গে বাস্তবের মিল থাকবে না। কংগ্রেস অনেকটাই
ভালো ফল করবে যদিও সরকার গড়ার ব্যাপারে এখনও আশাবাদী নয় ইন্ডি জোটের বেশির ভাগ
নেতারা। ইন্ডি জোটের ভাবনা ছিল বিজেপির বিরুদ্ধে তারা
প্রত্যেকটি আসনে একটি প্রার্থী দাঁড় করাবে। যা অনেক আগেই অলীক কল্পনা প্রমাণ হয়েছে।