নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করল বিজেপি। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার আর্থিক বরাদ্দ সংক্রান্ত তথ্য জানাতে মুখোমুখি তর্কে বসার যে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক সেই চ্যালেঞ্জকেই অ্যাক্সেপ্ট করল বিজেপি। কোথায়, কখন দেখা করা যাবে, তা জানতে চাইল গেরুয়া শিবির। উত্তরে জলপাইগুড়ির ময়নাগুড়ির সভাস্থলে শ্বেতপত্র নিয়ে দেখা করার কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিষেক লেখেন, ‘‘মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলিতে ১ পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। আমি যে ভুল তা প্রমাণ করার জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানাচ্ছি।’’