ভাঙড়ে প্রচার সেরে সোজা বারুইপুর পূর্ব
বিধানসভায়
প্রচারে এলেন যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এদিন ধোসা
হাটে প্রচারে যাবার পথে জয়াতলায় মহিলাদের ভিড় দেখে গাড়ি দাঁড় করিয়ে নেমে আসেন
যাদবপুর লোকসভার প্রার্থী সায়নী ঘোষ, তাঁর সঙ্গে ছিলেন
বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার। মহিলাদের মধ্যে প্রার্থী তথা অভিনেত্রী কে
পেয়ে সেলফি তোলার ধুম পড়ে যায়। অনেকে এলাকার নানা সমস্যা তুলে ধরেন। আবার এক
জায়গায় একটি বাচ্চা মেয়েকে ডাকেন সায়নী। ভয়ে মেয়েটি তার কাছে যাচ্ছিল না। পুলিশ ধরে
নিয়ে আসার থুড়ি ডেকে নিয়ে আসার চেষ্টা করে ওই মেয়েটিকে।
প্রচারের সময় অভিযোগের বন্যা বয়ে আসে সায়নীর দিকে। পরিবহন সমস্যার কথাই বেশি উঠে এসেছে অভিযোগের ক্ষেত্রে। খারাপ কেউ বা বলেন রাস্তা খারাপ,
কাঠের সেতু ভেঙে যাওযায় যাতায়াত করা যাচ্ছে না। প্রার্থী সায়নী ঘোষ
সব শুনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এলাকার বাসিন্দাদের আবদারে দু কলি গান ও
শোনাতে হয় তাঁকে। প্রচারের ফাঁকে ডাবেও চুমুক দেন প্রার্থী। এরপর জয়নগর এর ধোসা
হাট বাজারে মানুষের সঙ্গে জনসংযোগ করেন সায়নী ঘোষ। শেষে তিনি
বলেন, “মানুষ আমাকে কাছে পাবে বলেই
তাঁদের সমস্যা জানিয়েছে। চাওয়া পাওয়ার ব্যাপারে ভরসা করেন তাঁরা। আমি মমতা
বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে এসেছি মানুষের কাছে। এতো
সাড়া পাচ্ছি আমি অভিভূত”।