এক শিক্ষা এবার দোসর পুলিশ! বুঝতে অসুবিধে হচ্ছে তো। এমনিতেই
শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় দেশ। তার উপর পুরসভা নিয়োগে দুর্নীতি
তো রয়েইছে। এবার পশ্চিমবঙ্গ
পুলিশে মহিলা কনস্টেবল নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল।
বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন জেলা থেকে আসা
মহিলা চাকরি প্রার্থীরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসের সামনে জমায়েত করে। তারা
রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান। তাদের দাবি, “পরীক্ষায় ন্যূনতম পর্যায়ে যারা পাশ করেনি। তাদের মূল পরীক্ষা পাশ করিয়ে
চাকরি নিয়োগের তালিকায় নাম উঠে গেছে”। অভিযোগকারীরা
নিজেদেরকে বঞ্চিত চাকরি প্রার্থী বলে দাবি করছে। এরা চেয়ারম্যানের
সঙ্গে যোগাযোগ করে। শ্রেয়া ঘোষ এবং মৌমিতা গুইন দুজনের নাম
উল্লেখ করলে তড়িঘড়ি পুলিশ কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান তাদের নাম নিয়োগ তালিকা
থেকে বাতিল করে। কিন্তু বাকিদের ক্ষেত্রে কী হবে জানা যায়নি। আরক্ষা ভবনের সামনে চাকরি প্রার্থীরা এলে তাদের বাইরেই আটকে দেয় বিধাননগর
পূর্ব থানার পুলিশ। অবশেষে চাকরি প্রার্থীদের কাছ থেকে ডেপুটেশন নেয় রিকুটমেন্ট
বোর্ড। চাকরি প্রার্থীদের দাবি, যদি তাদের দাবি মত বিষয়গুলি
খতিয়ে না দেখা হয়। তাহলে তারা আইনের দ্বারস্থ হবে।