নিউজ ডেস্ক : জল্পনা-কল্পনার মাঝেই মুখ্যমন্ত্রীর আঘাত লাগার বিষয়ে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আক্ষরিক অর্থে কারও ধাক্কা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে যাননি। বরং সেই সময় মুখ্যমন্ত্রীর পিছন থেকে ধাক্কা লাগার একটি অনুভূতি হয়। তার জেরে তিনি পড়ে যান। উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় কপালে চোট পেয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর চোট কীভাবে লাগল তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, তিনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন। পরে হাসপাতালের ডিরেক্টর দাবি করেন, মমতা পিছন থেকে ধাক্কা খেয়ে পড়ে যান।
তবে কীভাবে ঘটল এইদুর্ঘটনা পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্ট করে দেবে বলে জানায় তৃণমূল কংগ্রেস। সেই মতো এসএসকেএম বলে, ‘আক্ষরিক অর্থে মমতাকে পিছন থেকে কেউ ধাক্কা দেয়নি। বরং সেই সময় তাঁর মনে হয়েছিল যে কোনও এক শক্তি তাঁকে পিছন থেকে ঠেলা দিয়েছে। সেই সময় তিনি পড়ে গিয়ে চোট পান কপালে।’
উল্লেখ্য,তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় যখন এই ঘটনা ঘটে, তখন মমতার কালীঘাটের বাড়িতেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়িতেই মমতাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করেন অভিষেক। সেখান থেকে কলকাতা ফিরেই তিনি সোজা মমতার কালীঘাটের বাড়িতে যান। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই গিয়েছিলেন তিনি। অভিষেক যখন মমতার বাড়িতে ছিলেন, সেই সময়েই ওই দুর্ঘটনা ঘটে।যদিও এসএসকেএম-এ প্রাথমিক চিকিৎসার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি নিয়ে আসা হয়।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর এই দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ অনেকেই। মমতার আরোগ্য কামনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে লেখেন, ‘আমি মমতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’ বর্তমানে স্থিতিশীল রয়েছে মুখ্যমন্ত্রী। কালীঘাটের বাড়িতেই রয়েছেন তিনি। চিকিৎসকেরা তাকে আপাতত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।