নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। কদিন আগেই কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম কমিয়েছিল। আর এবার লোকসভা নির্বাচনের আগে আমজনতার জন্য কমল পেট্রল, ডিজেলের দাম। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের উপর থেকে ২ টাকা করে শুল্ক কম করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। ফলে প্রতি লিটারে ২ টাকা করে কমতে চলেছে পেট্রল ও ডিজেলের দাম।
জানা গেছে, পেট্রলের নতুন দাম ১৫মার্চ সকাল ৬ টা থেকে প্রযোজ্য হবে।
গত ৭ সাত মাসে পেট্রোলের দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। তবে পেট্রোল ডিজেলের দাম কমা নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল বেশ কয়েক মাস থেকেই। কিন্তু, কবে তা বাস্তবায়িত হবে সে বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। অবশেষে করা হল সেই ঘোষণা। বর্তমানে বৃহস্পতিবারও কলকাতায় পেট্রোল বিক্রি হয়েছে প্রতি লিটার ১০৬.০৩ টাকা দরে।
এ প্রসঙ্গে টুইট করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানিয়েছেন,”পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা করে কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীজি আবারও প্রমাণ করেছেন ভারতের কোটি কোটি পরিবারের কল্যাণই তাঁর সবসময়ের লক্ষ্য।”
দীর্ঘদিন ধরেই বিরোধীরা দাম কমানোর দাবি করছিলেন, অবশেষে সেই পথেই গেল সরকার। সপ্তাহান্তেই খুব সম্ভবত প্রকাশ করা হবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। তার আগে মানুষের মন জয় করার শেষ সুযোগ হাতছাড়া করল না মোদী সরকার।