নিউজ ডেস্ক: আবারও সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হল এসবিআই কে। আদালতের নির্দেশ মতোই মঙ্গলবার ভারতীয় স্টেট ব্যাঙ্ক জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য জমা দিয়েছিল। শুক্রবার সেই তথ্য প্রকাশ করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতেই বন্ডের তথ্য প্রকাশ্যে আনে নির্বাচন কমিশন। তবে এই তথ্য অসম্পূর্ণ, এমনই কথা জানিয়ে ভারতীয় স্টেট ব্যাঙ্ক কে ভর্ৎসনা করল শীর্ষ আদালত।
প্রসঙ্গত জানা গেছে এসবিআই-এর থেকে পাওয়া নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় সন্তুষ্ট নয় শীর্ষ আদলত। তাই আবারও এসবিআই-কে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। সাংবিধানিক বেঞ্চ জানায় আগের নির্দেশে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে কে, কবে কত টাকার বন্ড কিনেছিল, এবং সেই বন্ড কোন রাজনৈতিক দল পেয়েছে, তা প্রকাশ করতে হবে। সেই সংক্রান্ত তথ্য বিশদে দেয়নি এসবিয়াই। তাই আদালত তরফে ফের ১৮ মার্চের মধ্যে এসবিআই-এর থেকে জবাবদিহি চাওয়া হয়েছে। শীর্ষ আদালতের কথায়, ঠিক ভাবে নির্দেশ মানেনি এসবিআই। তাই ফের সঠিক ভাবে এই তথ্য প্রকাশ করতে বলা হয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ককে।
উল্লেখ্য এর আগে এসবিআই বলেছিল দেশের রাজনৈতিক দলগুবলি কে কত চাঁদা পেয়েছে সেই সম্পর্কিত তথ্য গিতে জুন মাস হয়ে যাবে। কিন্তু তা মানেনি সর্বোচ্চ আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই সেইসব তথ্য জমা দিতে নির্দেশ দেয় আদালত। তার পরেই সব তথ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছিল এসবিআই। তবে এসবিয়াই এর জমা দেওয়া তথ্য অসম্পূর্ণ, এমনটাই দাবি সুপ্রিম কোর্টের।