বাজল ২০২৪ এর ভোটের দামামা। শনিবার দুপুর ৩টেয় লোকসভা নির্বাচনের দিন ঘোষণা। সাংবাদিক বৈঠকে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করবেন নির্বাচন কমিশন। তবে কত দফায় হবে লোকসভা নির্বাচন সেই বিষয়ে এখনো স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। লোকসভা ভোটের সঙ্গে কয়েকটি রাজ্যে হবে বিধানসভার উপনির্বাচন।সাতেরও বেশি দফায় ভোট গ্রহনের সম্ভাবনা। জানা যাবে শনিবারই।