বামফ্রন্টের ১৬ জনের প্রাথমিক তালিকা প্রকাশিত হল। এদের মধ্যে ১৫ জনই নতুন
প্রার্থী। যারা প্রার্থী হলের তাঁদের নাম নিম্নলিখিত।
বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা
কলকাতা দক্ষিন – সায়রা শাহ হালিম
যাদবপুর -সৃজন ভট্টাচার্য
কোচবিহার- নীতিশ চন্দ্র রায়( কোচবিহার)
জলপাইগুড়ি – দেবনাথ বর্মন
বালুরঘাট – জয়দেব সিদ্ধান্ত (আরএসপি)
কৃষ্ণ নগর – এস এম সাদি
দমদম – সুজন চক্রবর্তী
হাওড়া – সব্যসাচী চ্যাটার্জী
শ্রীরামপুর – দীপ্সিতা ধর
হুগলি – মনোদীপ ঘোষ
তমলুক – সায়ন ব্যানার্জী
মেদিনীপুর – বিপ্লব ভট্ট (সিপিআই)
বাঁকুড়া – নীলাঞ্জন দাসগুপ্ত
প্রসঙ্গত বিজেপি ২০ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তৃণমূল ৪২ জনের
প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এখন অপেক্ষা কংগ্রেস ও আইএসএফ কবে প্রার্থী তালিকা
ঘোষণা করে। সিপিএম যে ১৬টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে কংগ্রেস
প্রার্থী দেবে না বলেই জানা গেছে। তবে আইএসএফ এখনও কটি আসন ছাড়বে তা পরিষ্কার নয়।