প্রার্থী ছাড়াই বিজেপির প্রচারে আসানসোল এলেন ভোজপুরী গায়ক নায়ক দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়া। আসানসোল স্টেশনে নামামাত্রই তাকে তাকে বরণ করে নেন বিজেপি নেতাকর্মীরা।
আসানসোলে এসেই প্রাচীন ঘাগর বুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন আজমগড়ের সাংসদ তথা ভোজপুরি সুপারস্টার।
শুক্রবার আসানসোল স্টেশনে সকালে নামেন দিনেশ লাল যাদব। এরপর আসানসোলের একটি হোটেলে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর চলে যান তিনি আসানসোলের ঘাগর বুড়ি মন্দিরে। সেখানে পুজো সেরে আসানসোলের সুকান্ত ময়দান থেকে বিজেপির হয়ে প্রচার শুরু করেন। তাঁকে পবন সিংয়ের নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “প্রত্যেকের সিদ্ধান্ত নিজস্ব। তবে বিজেপির প্রার্থী যেই হোক না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে উন্নয়ন করেছেন গোটা দেশে, সেই উন্নয়নে নিরিখেই ৪০০ আসনের বেশি আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী সরকার।
চিনাকুড়িতে তিনি জল সংযোগ করেন। বার্নপুরে রোড শো করে।
বিজেপির প্রার্থী এখনো আসানসোল কেন্দ্রে ঘোষণা হয়নি। বিজেপির যে প্রথম তালিকা প্রকাশ হয়েছিল সেখানে আসানসোলের জন্য প্রার্থী হিসেবে নাম ছিল ভোজপুরি গায়ক নায়ক পাওয়ার ষ্টার পবন সিং এর। কিন্তু পবন সিং তালিকা প্রকাশের ১৪ ঘণ্টার মধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেন ব্যক্তিগত সমস্যা থাকাই তিনি আসানসোল থেকে ভোটে দাঁড়াচ্ছেন না। এরপর দ্বিতীয় তালিকা প্রকাশ হলেও আসানসোল কেন্দ্রের জন্য আর কোনও নাম বিজেপির তরফে ঘোষণা করা হয়নি। ওই ঘটনার দশদিন পর ফের পবন সিং এক্স হেন্ডেলে পোস্ট করে পবন সিং জানিয়েছেন তিনি লোকসভা নির্বাচনের লড়বেন। কিন্তু কোথা থেকে লড়বেন ? কোন পার্টির হয়ে লড়বেন?:তা স্পষ্ট করেননি। এই টানাপোড়েনের মধ্য দিয়েই দীনেশ লাল যাদবের আগমন। দীনেশ যেমন ভোজপুরি গায়ক নায়ক পাশাপাশি তিনি উত্তর প্রদেশের আজমগড় লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং এবারের প্রার্থী। দীনেশ ওরফে নিরহুয়া কে প্রশ্ন করা হয় তার এই আসানসোলে বিজেপির প্রচার কি পবন সিং এর ফিরে আসার বার্তা ? নিরহুয়া বলেন দলের কর্মসূচি রয়েছে। সবাইকে বিভিন্ন জায়গায় যেতে হয় পার্টির নির্দেশে। তিনিও আসানসোল এসেছেন এবং দিনভর নানা কর্মসূচি পালন করবেন। বিশেষ করে মোদী কী গ্যারান্টির বিষয়টি নিয়ে তিনি জনসমক্ষে যাবেন।
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হয়েছে বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাকে।তিনি বিদায়ী সাংসদ ও আসানসোল কেন্দ্রের এবারের প্রার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিএমের তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে প্রাক্তন বিধায়ক মহিলা নেত্রী জাহানারা খানকে। শুক্রবার সম্ভাবনা রয়েছে বিজেপির তালিকা প্রকাশের। ফলে নজর রয়েছে সেদিকেও
মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন বয়স অনুযায়ী সবাইকে সাবধানে থাকা উচিত। নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া উচিত। তিনি বলেন ঘাগরবুড়ি মন্দিরে তিনি পুজো দিয়েছেন মানুষের কল্যাণের জন্য।এ রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্যও তিনি সুস্থ কামনা করেছেন।