নিউজ ডেস্ক: সন্দেশখালি আঁচ এবার রাইসিনায়। রাষ্ট্রপতির কাছে অভিযোগ সন্দেশখালির মহিলাদের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে অভিযোগ জানালেন সন্দেশখালির নির্যাতিতারা। পাঁচ মহিলা-সহ শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারের শিকার মোট ১১ জন শুক্রবার রাষ্ট্রপতির কাছে নিজেদের দুর্দশার কথা তুলে ধরলেন ৷ এই সংক্রান্ত একটি স্মারকলিপিও রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন সন্দেশখালির নির্যাতিতারা৷
এ প্রসঙ্গে সেন্টার ফর এসসি/এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চের ডিরেক্টর ডাঃ পার্থ বিশ্বাস বলেছেন , ‘সন্দেশখালির ইস্যু নিয়ে ক্ষতিগ্রস্তরা আজ ভারতের রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। রাষ্ট্রপতি পুরো বিষয়টি অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছেন। সমস্তটা শুনে দুঃখিত বোধ করেছেন।’
উল্লেখ্য এর আগে সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি বারাসাতে জনসভায় এসে সভার পর মঞ্চের পিছনে পাঁচ প্রতিনিধির সঙ্গে একান্তে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তাঁদের উপর কীরকম অত্যাচার হত, কীভাবে জমি লুঠ করা হয়েছে, কেমন করে রাতে তৃণমূল নেতারা মহিলাদের পার্টি অফিসে ডেকে পাঠাতেন, সমস্তই খোলাখুলি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে বলে দাবি সন্দেশখালির মহিলাদের। এরপর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধান্মন্ত্রীর পর এবার রাষ্ট্রপতির কাছেও অভিযোগ দায়ের করল সন্দেশখালির নির্যাতিতারা।
তাদের বক্তব্য এখন সব অপরাধী ধরা পড়েনি। শেখ শাহাজাহান ধরা পড়লেও উপযুক্ত শাস্তি হয়নি তার। তার ন্যায়ের দাবি নিয়ে এদিন রাষ্ট্রপতির দরবারে হাজির হয় সন্দেশখালির মহিলারা।