ফের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল
কংগ্রেসের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশ ভট্টাচার্য। শুক্রবার দুবরাজপুরে
নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখেই পড়েন তিনি। প্রচার করার সময় তার গাড়ি আটকে
বিক্ষোভ দেখায় দলের কর্মীরা। দফায়
দফায় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয
দুবরাজপুরে দিদির দূতের প্রচারে গিয়েছিলেন দেবাংশু।
শুক্রবার দুপুরে সেখানেই তাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায়
দলের কর্মীরা। নানান অভাব অভিযোগ তুলে ধরা হয়। তবে বিষয়টি অভাব অভিযোগ জানানোর পর্যায়ে সীমিত ছিল না। রীতিমত দেবাংশুর অনুগামী এবং তার বিপক্ষে থাকা দলের
কর্মীরা উত্তপ্ত বাক বিতন্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।
নিজেও ক্ষোভ বিক্ষোভের কথা স্বীকার করে নেন তৃণমূল
প্রার্থী। দেবাংশু এদিন বলেন,“দলে সব জায়গায় সমানভাবে কাজ হয় না। এখানে ক্ষোভ বিক্ষোভ আছে। কিছু অভাব অভিযোগ থেকেই যায়। যতটা সম্ভব সমাধান করার চেষ্টা করব এবং উচ্চ নেতৃত্বের কাছে বিষয়টি
পৌঁছে দেব। এখানে কিছু জায়গায় কাজ হয়েছে। কিছু জায়গায় স্থানীয় নেতৃত্বের প্রতি অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত তমলুকে একাধিক গোষ্ঠীতে
বিভক্ত তৃণমূল কংগ্রেস। যে গোষ্ঠীকে সঙ্গে নিয়ে প্রচারে
নামছেন দেবাংশু অপর গোষ্ঠীর কর্মীরা ক্ষোভ বিক্ষোভ দেখাতে
শুরু করছে। একাধিক জায়গায় দেবাংশুকে
ঘিরে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। প্রসঙ্গত এখনও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। যদিও
রাজনৈতিক মহলে গুঞ্জন সদ্য বিজেপিতে যোগদানকারী প্রাক্তন বিচারপতি অভিজিৎ
গঙ্গোপাধ্যায় এই আসন থেকে প্রার্থী হতে পারেন। বিজেপির প্রার্থী ঘোষনার পর আরও
বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন দেবাংশু এমনটাই মত রাজনৈতিক মহলের। তখন কতটা নিজেকে সংযত রাখতে পারবেন রাজনীতিতে পুরোনো হলেও প্রার্থী হিসেবে নবাগত দেবাংশু সেটাই এখন
দেখার বিষয়।