নিউজ ডেস্ক: অমিত মালব্যের হাত ধরেই শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রত্যাবর্তন হল ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংএর। এরই সঙ্গে তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন তমলুকের বিদায়ী সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।সাংবাদিক বৈঠক করে এই দুই নেতাকে বরণ করে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে বিজেপির উত্তরীয় পরেন তাঁরা।
এদিন দিব্যেন্দু এবং অর্জুনকে স্বাগত জানিয়ে অমিত মালব্য বলেন, ‘‘নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভাবে বিজেপিতে ওঁরা যোগ দিলেন, তাতে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। সন্দেশখালির ঘটনায় পীড়িত হয়েছেন এই দুই সাংসদ। তাই তাঁরা আমাদের দলে যোগ দিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যেরা দুর্নীতিগ্রস্ত। অনেক মন্ত্রী দুর্নীতির দায়ে জেল খাটছেন। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বাংলায়। যাঁরা পশ্চিমবঙ্গে শান্তি ফেরাতে চান, তাঁদের আমরা বিজেপিতে নিয়ে আসার চেষ্টা করব।’’
তবে কি এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন অর্জুন সিং? বর্তমানে সেই জল্পনাই চলছে রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত,লকসভা ভোটের মুখে তাপসের পর এবার বিজেপিতে যোগ অর্জুন সিং এর। বৃহস্পতিবার ভিস্তারার রাত সাড়ে ৮টার একই বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন দিব্যেন্দু অধিকারী ও অর্জুন সিং।
উল্লেখ্য অর্জুন সিং-কে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল। শেষমেষ বৃহস্পতিবার তিনি নিজেই ঘোষণা করেন যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। এরই সঙ্গে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়া দিব্যেন্দু অধিকারীরও বিজেপিতে যোগদানের খবর জানা গেছিলো আগেই। শুধুই সময়ের অপেক্ষা ছিল। দিব্যেন্দু অধিকারী যেহেতু তৃণমূলের টিকিটে জিতেছিলেন তাই তাঁকে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগদান করালো গেরুয়া শিবির।