বিশ্ব আজ এক বিশাল বাজার। সারা বছর জুড়েই সব দিনই
বিক্রেতার আর বছরের একটি মাত্র বিশেষ দিন হল ক্রেতার। আর সেই দিনটি হল আজ ১৫ মার্চ
‘ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে’ বা বিশ্ব
ক্রেতা অধিকার দিবস। বিশ্বের বাজারে সরাসরি হোক বা অনলাইনে প্রতিদিনই হরেক জিনিস
কেনাবেচা চলছে। নিয়মিত অবিরাম কিনে চলেছেন ক্রেতারা। কোটি কোটি বিক্রেতা আর তার
চেয়েও বেশি ক্রেতা। ফলে এই বিশাল বাজারে দরকার ক্রেতাদের সুরক্ষা কবচ, যাতে
তারা না ঠকেন, বঞ্চিত না হন। আর সেই ভাবনা থেকেই তৈরি আজকের
বিশেষ দিনটি।