নিউজ ডেস্ক : অবশেষে এবছরের প্রথম ঝড় বৃষ্টির স্বাদ পেল শহরবাসী। পূর্বাভাস অনুযায়ী হল ঝেঁপে বৃষ্টি। শুক্রবারের হঠাৎ বৃষ্টি খানিকটা স্বস্তি দিয়েছে। শুক্রর পরে শনিতেও ফের একবার জেলায়-জেলায় দুর্যোগের ভ্রুকুটি। ভরা বসন্তে গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমের অনুভূতি মিলছিল জেলায়-জেলায়। তবে ফের একবার খুশির খবর দিল আবহাওয়া দফতর। বিপরীত একটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু বৃষ্টিই নয়, বৃষ্টির পাশাপাশি জেলায়-জেলায় বইবে ঝোড়ো হাওয়া। শনিবার, রবিবার ও মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। এরই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা।
যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উল্টো ছবি চোখে পড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম পরিবেশ বিরাজ করবে এমনই খবর আবহাওয়া দফতর সূত্রে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলি এবং পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তবে হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হলেও বাড়বে দিনের তাপমাত্রা। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। এমনকী, রাতের তাপমাত্রাও আগের থেকে বাড়বে।
আবহাওয়া দফতর জানিয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও একাধিক জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া। শনিবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী মঙ্গলবার ফের একবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
পাশাপাশি দুর্যোগের ভ্রুকুটি শহর কলকাতাতেও। সকাল থেকে কলকাতা শহরে আংশিক মেঘলা আকাশ। রয়েছে গুমোট গরম। অর্থাৎ শনিবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু শনিবারই নয়, কলকাতায় দুর্যোগের এই পালা চলবে রবিবারেও। শহরে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬.৪ মিলিমিটার। রবিবারেও কলকাতার বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৪ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।