আবগারি মামলায় রাউজ অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। ইডিকে এড়িয়ে আদালতে হাজির হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর আদালত থেকেই জামিন পেলেন তিনি। ১৫০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর।নিয়মিত হাজিরা থেকেও অব্যাহতি পেয়েছেন তিনি, দেশে ফেরার অনুমতিও দিয়েছে আদালত। আদালতে পরবর্তী শুনানি হবে ১ এপ্রিল।
দিল্লি আবগারি নীতি মামলার বিষয়ে ইডি-র দুটি অভিযোগের ভিত্তিতে আদালত তাকে সমন জারি করার পরে শনিবার সশরীরে রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির হন কেজরিওয়াল। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করার বিরুদ্ধে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল।