নিউজ ডেস্ক : এবছরের লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশিত হবে আজই। আর তার আগেই শনিবার সকালেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে দেশবাসীর উদ্দেশে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে ভারতের উন্নয়নের জন্য সকলের সমর্থন চেয়েছেন মোদী। সেই সঙ্গে গত ১০ বছরে তাঁর সরকারের নানা কথা তুলে ধরেছেন চিঠিতে। তাঁর সঙ্গে দেশবাসীর সম্পর্ক, তাঁর উপর ভারতের নাগরিকদের ভরসা এবং বিশ্বাসের প্রসঙ্গও তুলে ধরেন চিঠিতে।
তিনি লেখেন, ‘দেশের ১৪০ কোটি মানুষ আমার পরিবার। তাঁদের সঙ্গে আমার বিশ্বাস, সহযোগিতা এবং সমর্থনের সম্পর্ক। এই সম্পর্ক আমি শব্দে বর্ণনা করতে পারব না। আমার এই পরিবারের মানুষদের জীবনে সার্বিক উন্নয়ন আনতেই আমাদের নীতিগুলি প্রণয়ন করা হয়েছে। আমাদের প্রত্যেক সিদ্ধান্ত গরিব, কৃষক, যুব সম্প্রদায় এবং মহিলাদের জীবনস্তরে পরিবর্তন আনার জন্য নেওয়া হয়েছে। সরকার প্রতিনিয়ত সততার সঙ্গে প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। যার স্বার্থক পরিণাম আমাদের চোখের সামনে রয়েছে।’
এছাড়াও চিঠিতে ৩৭০ ধারা প্রত্যাহার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাব, মহিলা সংরক্ষণ, নয়া সংসদ ভবন তৈরির বিষয়গুলিও তুলে ধরাছেন তিনি। প্রধামন্ত্রীর দাবি, দেশের অগ্রগতির লক্ষ্যে এই সব বড় সিদ্ধান্ত নিতে কখনও পিছু পা হয়নি তাঁর সরকার। প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনাদের বিশ্বাস এবং সমর্থন পেয়েছি বলেই আমরা ‘জিএসটি’ চালু করতে পেরেছি। ৩৭০ ধারার অবলুপ্তি সম্ভব হয়েছে। সন্ত্রাসবাদ এবং মাওবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনাদের বিশ্বাস ও সমর্থন ছিল বলেই গত ১০ বছরে এমন ঐতিহাসিক ও বড় পদক্ষেপ নিতে আমরা সফল হয়েছি।’
এছাড়াও তিনি লেখেন, ‘আমার এই পরিবারের মানুষের জীবনে সার্বিক উন্নয়ন আনতেই আমাদের নীতিগুলি প্রণয়ন করা হয়েছে। আমাদের প্রত্যেক সিদ্ধান্ত গরিব, কৃষক, যুব সম্প্রদায় এবং মহিলাদের জীবনস্তরে পরিবর্তন আনার জন্য নেওয়া হয়েছে। সরকার প্রতিনিয়ত সততার সঙ্গে প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। যার স্বার্থক পরিণাম আমাদের চোখের সামনে রয়েছে।’ এরই সঙ্গে চিঠিতে প্রধানমন্ত্রী তুলে ধরেছেন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলির কথাও।