পুরুলিয়া লোকসভার কাশিপুর বিধানসভার হুড়া
ব্লকের কলাবনি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য আলপনা রায় নিখোঁজ। তার স্বামী
ডাক্তার রায়কে তৃণমূল কংগ্রেস হুমকি দেয়
বলে
অভিযোগ। যদি যোগদান না করে তাহলে ‘অপহরণ‘
করে যোগদান করানো হবে বলে জানা হুমকি দেওয়া হয়।
জানা গেছে ওই দম্পতির ফোন বন্ধ।
রাতেই ওই এলাকায় যান পুরুলিয়ার সাংসদ তথা
বিজেপি প্রার্থী রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি বলেন,
“আমাদের পঞ্চায়েত সদস্যকে শাসক দল তৃণমূল জোর করে যোগদান
করাতে চাইছে। যদি যোগদান না করে তাহলে ‘অপহরণ‘ করে যোগদান করানো হবে বলে হুমকি দেয়। তাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা
করা হয় জঙ্গলে। তারা পালিয়েছেন। তাদের ফোন বন্ধ। রাজ্যে বিজেপি কার্যকর্তারা
সুরক্ষিত নন।”
এই ঘটনায় সাংসদ তৃণমূল প্রার্থী তথা রাজ্যের
প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে কাঠগড়ায় তোলেন। সাংসদের বক্তব্যের পাল্টা দিয়েছেন হুড়া ব্লক
তৃণমূল সভাপতি প্রসেনজিৎ মাহাতো তিনি বলেন, ” পঞ্চায়েত
সদস্য ও তার স্বামী তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য আবেদন করেছিলেন। সেই মোতাবেক
শনিবার তাদেরকে যোগদান করানো হতো। কিন্তু কলাবনি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান
ও তাদের কর্মীরা ওই দম্পতি যাতে তৃণমূলে যোগদান করতে না পারে তার জন্য চাপ দেন।
কিন্তু গ্রামের মানুষজন সিদ্ধান্ত নেন ওই দম্পতি তৃণমূলে যোগ দেবেন। কারণ
গ্রামের মানুষ ওই জনপ্রতিনিধিকে জিতিয়েছেন।
সিদ্ধান্ত তারাই নেবেন। এর পর ওই দম্পতি পালিয়ে যায়। আর বিজেপি মোড় ঘোরাতে ভোটের
মুখে নাটক করছে। রাজনীতি করছে। ওই দম্পতির খোঁজ মিললেই সমগ্র বিষয়টি পরিষ্কার হয়ে
যাবে।” তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন ,
” ওই দম্পতি বিজেপির হেফাজতেই রয়েছে । এই সবই সাংসদ ও বিজেপির
নাটক। “