বিজেপিতে যোগ দিলেন অনুরাধা পাড়োয়াল।তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। শনিবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন বিখ্যাত গায়িকা অনুরাধা পড়োয়াল। দুপুরে দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি বিজেপিতে যোগ দেন।
উল্লেখ্য শনিবারই লোকসভা নির্বাচন ও কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।আর এরই মধ্যে বিজেপিতে যোগ দিলেন তিনি।
শনিবার দুপুর ১টা ১৫ মিনিটে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। বিজেপিতে যোগদানের পর অনুরাধা বলেন, ‘যে দলে যোগ দিয়েছি সেই দলের সঙ্গে সনাতন ধর্মের গভীর সম্পর্ক রয়েছে। এমন এক দলে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত।’
উল্লেখ্য যদিও দিল্লির রাজনৈতিক মহলে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল তিনি বিজেপিতে যেতে পারেন। সেই জল্পনা সত্যি করে গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি। লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তেই বিজেপি অনুরাধা পাড়োয়াল যোগ দেওয়ায় স্বভাবতই একটা প্রশ্নই ঘুরপাক যাচ্ছে এবার কি তাঁকে টিকিট দিতে চলেছে গেরুয়া শিবির?