নিউজ ডেস্ক: আর কিছুক্ষনের মধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করবে ইলেকশন কমিশন। তবে এতদিন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ না হলেও প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জেলায় জেলায় শুরু হয়ে গেছে ভোট প্রচার। তৃণমূল, সিপিএম আর পাশাপাশি প্রচারে নেমে পড়েছে বিজেপিও। তাই এবার ভোট প্রচারে জনতার দৃষ্টি আকর্ষণ করতে নতুন গান প্রকাশ গেরুয়া শিবিরের।
মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সাধারণ মানুষের প্রধানমন্ত্রী মোদীর উপরে আস্থাকেই তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে। গানের নাম দেওয়া হয়েছে, “মোদী কা পরিবার”।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও প্রচারের সেই গান এক্স পোস্টে শেয়ার করেছেন।
মোদীর পরিবার নিয়ে বিরোধীরা বারংবার কটাক্ষ করেছে প্রধানমন্ত্রীকে। এই প্রসঙ্গে, বিজেপির সকল কর্মীরা নিজেদের মোদীর পরিবার বলে পরিচয় দেন। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপির সাধারণ কর্মীরা সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেদের নামের পাশে মোদীর পরিবার লিখেছেন। এবার এই মোদীর পরিবার নিয়েই গান প্রকাশ করল বিজেপি।