নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। অবশেষে ঘোষণা হল এবছরের লোকসভা নির্বাচনের দিনক্ষণ। শনিবার বেলা ৩টে নাগাদ দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলা ১৮তম সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল। এদিন দিল্লির বিজ্ঞানভবনে নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠকে ২০২৪ লোকসভা ভোটের দিন ঘোষণা করলেন।
পশ্চিমবঙ্গ সহ ২৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। পশ্চিমবঙ্গের সাত দফায় লোকসভা নির্বাচন।প্রথম দফার ভোট ১৯ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল,
তৃতীয় দফার ভোট ৭মে,চতুর্থ দফার ভোট ১৩মে, পঞ্চম দফার ভোট ২০মে, ষষ্ঠ দফার ভোট ২৫ মে,সপ্তম দফার ভোট ১ জুন।৪জুন লোকসভা ভোট গননা।
▪️১৯ এপ্রিল-কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
▪️২৬ এপ্রিল-রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং
▪️৭মে-মালদা উত্তর, মালদা দক্ষিণ,মুর্শিদাবাদ, জঙ্গিপুর
▪️১৩মে-কৃষ্ণনগর, বহরমপুর, রানাঘাট, বোলপুর, বীরভূম, আসানসোল ,বর্ধমান -পূর্ব, বর্ধমান দুর্গাপুর
▪️২০মে-শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেরিয়া, হুগলী , আমারবাগ
▪️২৫ মে-পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গাম, কাঁথি,তমলুক, ঘাটাল
▪️১ জুন-কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, বারাসাত, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুর, দমদম,বসিরহাট
এদিন সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার জানান, শনিবার থেকেই লাগু আদর্শ আচরণ বিধি। নিরপেক্ষ ও সুষ্ঠ ভোট করানোর আশ্বাস কমিশনের। ভোটে সন্ত্রাস রুখতে পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ পেলেই কড়া পদক্ষেপের আশ্বাস। C VIGIL অ্যাপে জানানো যাবে অভিযোগ। অভিযোগ এলেই ১০০ মিনিটে পদক্ষেপ। ভোটে হিংসা রুখতে খোলা হবে কন্ট্রোল রুমও। ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। রক্তপাতহীন ভোট করাতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন।
এবারে মোট লোকসভা কেন্দ্র ৫৪৩ টি।
দেশের সর্বত্র ভোটকেন্দ্রে মহিলা এবং পুরুষদের জন্য পৃথক শৌচাগার। থাকবে চিকিৎসার সুবিধাও। নগদ লেনদেনের ওপর নজরদারি চলবে। বিমানবন্দর, স্টেশনে চেকিং চলবে। প্রত্যেক প্রার্থীর কাছে পৌঁছে দিতে হবে নির্বাচনী বিধি। গুজব রুখতে ব্যবস্থা নেবে কমিশন। টেলিভিশন, স্যোশাল মিডিয়ায় নজরদারি। গোটা দেশে নজরদারিতে ২১০০ পর্যবেক্ষক।
এবারের নির্বাচনে ১৬ জুন লোকসভার মেয়াদ শেষ। ৫৫ লক্ষ ইভিএম ব্যবহার হবে। ১০.৫১ লক্ষ পোলিং স্টেশন। এবার ১০ কোটি ৫১ লক্ষ বুথ থাকবে। এবারের ভোটার সংখ্যা ৯৭ কোটি। এর মধ্যে মহিলা ভোটার ৪৭ কোটি। নতুন ভোটার সংখ্যা ১ কোটি ৮৫ লক্ষ। নতুন ভোটারদের মধ্যে মহিলা ভোটারদের সংখ্যা বেশি। সাড়ে ২১ লক্ষ তরুন ভোটার। এবারের ভোটে ৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৮২ লক্ষ। বিশেষভাবে সক্ষম, ৮৫ বছরের বেশি বয়সীদের বাড়িতেই ভোট দানের সুযোগ।