নির্বাচন ঘোষনার পরেই বালুরঘাট লোকসভার অন্তর্গত কুমারগঞ্জ বিধানসভা এলাকায় ভোট প্রচারে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার।
উল্লেখ্য শাসকদল বাংলায় ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও, বিজিপি এখনও পর্যন্ত ৪২টি আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেনি৷তবে প্রথম ও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে। সেই মতোই আসন্ন লোকসভা নির্বাচনে বালুরঘাটে লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন সুকান্ত মজুমদার ৷
এর আগে সোমবার বালুরঘাটে প্রথম নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। সেখানে দক্ষিণ দিনাজপুরে বুড়াকালী মন্দিরে পুজো দিয়ে শুরু করেন লোকসভা নির্বাচনের প্রচার৷ পূজার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি রাজ্য সভাপতি।