নিউজ ডেস্ক : সপ্তাহের শুরু থেকেই আকাশের মুখ ভার। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে খবর মঙ্গলবার বাড়বে বৃষ্টি ও ঝড়ের গতিবেগ। পাশাপাশি শিলাবৃষ্টি-সহ কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের সাত জেলায়। অতএব দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত।
পাশাপাশি উত্তরবঙ্গে সোমবার ঝলমলে আকাশ, পাহাড় নগরীতে ধীরে ধীরে বাড়ছে উষ্ণতা। পাহাড়ের কলে হাল্কা ঠাণ্ডার আমেজ রয়েছে এখনও। ভোরের দিকে কুয়াশা দেখা গেছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে বুধবার থেকে উত্তরের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতেও হালকা রোদ, সঙ্গে বাড়বে উষ্ণতা। তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। অন্যদিকে দার্জিলিং-এ আকাশ মেঘলা থাকবে সঙ্গে চলবে কুয়াশার দাপট। পাশাপাশি ঠান্ডা হাওয়াও বইবে।
সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পশ্চিম ও উপকূলের পাঁচ জেলায়। মঙ্গলবার বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও দুই বর্ধমানে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ১০ জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।
দক্ষিনবঙ্গের সঙ্গে কলকাতাতেও মূলত মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যার দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়াও কলকাতাতে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৪ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।