নিউজ ডেস্ক: আবারও শহরে বিপর্যয়। মধ্যরাতে কলকাতার (Kolkata) গার্ডেনরিচে (garden Reach) বড়সড় দুর্ঘটনা। নির্মীয়মান বহুতল ( Building Collapse) ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। আহত (injured) হয়েছেন কমপক্ষে ১৫। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার( Arrest) ১। আটক (arrested) বহুতল নির্মাণকারী প্রোমোটার (promoter)। রবিবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে। দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনও চলছে উদ্ধারকাজ (evacuation) । ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশ (Police) ও দমকল (fire and emergency services) কর্তাদের শীর্ষ আধিকারিকরা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।
জানা গেছে মধ্যরাতে এক বিকট শব্দে কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বহুতল। রাতে ঘুমের মধ্যেই ধ্বংসস্তুপে চাপা (stuck) পড়েন অনেকে । বহুতলের আশপাশে ছিল প্রচুর ঝুপড়ি। নির্মীয়মাণ বহুতলটি ভেঙে পড়েছে সেই ঝুপড়িগুলির উপরেই। এর জেরে এখনও পর্যন্ত ২ জন মহিলার মৃত্যুর খবর মিলেছে। মৃত দুই মহিলার নাম সামা বেগম ও হাসিনা খাতুন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত অনকে।