নিউজ ডেস্ক: হাতে গুনে আর এক মাস। তারপরেই লোকসভা ভোট (Loksabha Election 2024)। ইতিমধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন Election Commission of India)। তবে এখনও পর্যন্ত সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেনি বিজেপি (BJP)। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের শাসক দল। তাই প্রার্থী জট কাটাতে সোমবার দিল্লিতে জরুরি বৈঠকে বসছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta majumdar) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) তলব করা হয়েছে দিল্লিতে।
জানাগেছে রবিবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। আর সোমবার সকাল হতেই দিল্লি পৌঁছেছেন সুকান্ত মজুমদার। মনে করা হচ্ছে বাংলার বাকি আসনে কে কোথায় প্রার্থী হবেন তা নিয়ে আলোচনা হতে পারে। অমিত শাহের সঙ্গে বৈঠকে থাকতে পারেন জেপি নাড্ডাও (J P Nadda)। সূত্র মারফত জানা গেছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) বিজেপির জাতীয় নির্বাচন কমিটির (Elelction Committee) বৈঠকে হাজির থাকবেন। এখনও বাংলায় বাকি ২৩টি আসনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ বাকি। আর সেদিকেই নজর সকলের। ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। কানাঘুষো শোনা যাচ্ছে অনেক কথাই। তবে হয়ত সোমবারের বৈঠকেই সব জল্পনার অবসান ঘটবে।
লোকসভা ভোটে প্রথম প্রার্থী তালিকায় বাংলা থেকে প্রথমে ২০ জনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যদিও পরবর্তীকালে আসানসোল (Asansol) কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পবন সিং ভোটে না লড়ার কথা জানান। তাই লোকসভা ভোটের ঘোষণা হলেও বিজেপি ৪২ টি কেন্দ্রের মধ্যে মাত্র ১৯ জনের নিজেদের প্রার্থী ঘোষণা করেছে পদ্ম শিবির। এখনও ২৩ আসনের প্রার্থী ঘোষণা বাকি। সূত্রের খবর সোমবার সেই ২৩ টি আসনে দলীয় প্রার্থী কারা, সেই নাম চূড়ান্ত হবে বলে পদ্ম শিবির।