নিউজ ডেস্ক: রাজ্য পুলিশের নয়া ডিজি বিবেক সহায়। ভোটের বিজ্ঞপ্তি জারি হতেই অ্যাকশন কমিশনের। ভোটের আগেই ডিজি রাজীব কুমার কে সরালো নির্বাচন কমিশন।সোমবারের মধ্যেই তাকে সব দায়িত্ব থেকে সরে যাওয়ার নির্দেশ কমিশনের। পুরোনো দায়িত্ব থেকে সরে নতুন দায়িত্বে রাজীব কুমার। তথ্য প্রযুক্তি দফতরের ওএসডি হলেন রাজীব কুমার। পাশাপাশি ৬ রাজ্যের স্বরাষ্ট্র সচিব কেও সরিয়ে দেওয়ার নির্দেশ কমিশনের।
শুধু রাজীব কুমারই নয়, পদ থেকে সরানো হয়েছে রাজ্য পুলিশের আইজিকেও। নির্বাচনের সঙ্গে যুক্ত এমন কোনও কাজে তাঁদের রাখা যাবে না। সোমবার বিকেল ৫টার মধ্যে ডিজি এবং আইজি পদে নিয়োগ করার জন্য তিনজন অফিসারের প্যানেল চেয়ে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন।
এ বিষয়ে নির্বাচন কমিশন যে নোটিস জারি করেছে, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, রাজীব কুমারকে ‘নন ইলেকশন রিলেটেড পোস্ট’ অর্থাৎ ভোটের সঙ্গে যুক্ত থাকে না এমন কোনও পোস্টে পাঠাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই রাজীব কুমারকে রাজ্যে পুলিশের ডিজি পদে আনা হয়। কিন্তু তারপরেই বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। গত শনিবারই দেশে লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কমিশন যে বদ্ধপরিকর তা সেইদিনই বুঝিয়ে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আর এবার রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরান হল রাজীব কুমারকে।
উল্লেখ্য গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন তরফে। এরই সঙ্গে মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।