নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মুখে চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জ। সোমবার বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এলাকায় গিয়ে তাকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার।
এদিন এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদার লেখেন,”আজ গঙ্গারামপুরে কার্যত ফাঁকা মাঠে গোল দিলেন ভাইপো। যিনি নিজের সভা ভরাতে পারেন না, তিনি আবার আমাকে আমার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দেন!হাস্যকর!”
Tags: Abhishek BanerjeeBalurghatBJP.TMCLoksabha Election 2024sukanta majumdar