নিউজ ডেস্ক: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মোদীর বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ রাজ্যের শাসক দলের। তাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সোজা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আগেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। সোমবার মোদী এবং বিজেপির বিরুদ্ধে নতুন এক অভিযোগ জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এ বারের অভিযোগ, সরকারি অর্থ খরচ করে ভোটের প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দল।
প্রসঙ্গত,রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটেতে একটি নির্বাচনি সমাবেশে যান মোদী। তৃণমূলের অভিযোগ, মোদী ওই সমাবেশে গিয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে। আর তা নিয়েই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে অভিযোগ জানাল তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছেন রাজ্যসভার বিধায়ক সাকেত গোখলে। তৃণমূলের অভিযোগ প্রধানমন্ত্রী বারাণসী থেকে বিজেপি প্রার্থী, নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় সরকারের অর্থ ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করেছেন।
অন্যদিকে তেলেঙ্গানা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে জনসভা সেরে এবার কেরলে পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন কেরলবাসী। মঙ্গলবার সকাল সকাল কেরলের পালাক্কডে মোদীর জন্যে আয়োজন করা হয়েছে রোড শো। আর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুইধারে উপচে পড়া জনতার ভিড় চোখে পড়ার মত।