অযোধ্যার মন্দিরে ৫০০ বছরের লড়াই শেষে
প্রতিষ্ঠিত হয়েছেন রামলালা। এবার আসানসোলে মিলল
রামলালার দর্শন। তবে মূর্তি নয় জীবন্ত রামলালা। আসানসোলে স্টুডিওতে
ব্রাইডাল মেকাপ দিয়ে এই রামলালা তৈরি করেছেন বারাবনির লালগঞ্জের বাসিন্দা দম্পতি
রুবি কুন্ডু ও আশিষ কুন্ডু। আসানসোলের মহিশিলার বাসিন্দা নয়
বছরের শিশু আবির দে কে এই দম্পতি নিপুণ দক্ষতায় অবিকল
অযোধ্যার রামলালার রূপ দিয়েছেন। মেকআপ আর্টিস্ট রুবি কুন্ডু
বলেন, “লালগঞ্জে তার ও তার স্বামীর আলাদা আলাদা দুটি বিউটি
পার্লার আছে। কিন্তু আসানসোলের স্টুডিওটি তারা তৈরি করেছেন শুধুমাত্র গঠন মূলক
কাজের জন্য। আশীষ কুন্ডু বলেন,“ আমি
মনে প্রাণে রামভক্ত। তাই একটি শিশুকে রামলালার রূপে সাজিয়ে
তুলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি”।