আবারও ডিজি বদল। রাজ্য পুলিশের নতুন ডিজিপি (DGP) সঞ্জয় মুখোপাধ্যায় (Sanjay Mukhopadhyay)। ২৪ ঘন্টার মধ্যে বিবেক সহায়কে (Vivek Sahay) সরিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। গতকালই রাজীব কুমারকে (Rajiv Kumar) অপসারণ করে তার জায়গায় বিবেক সহায়কে দায়িত্ব দিয়েছিল কমিশন। ২৪ ঘন্টার মধ্যেই বিবেক সহাকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে।
আশাতীত সিদ্নিধান্ত নিল র্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজিপির দায়িত্ব নিতে নির্দেশ।রাজীব কুমারের উত্তরসূরি হিসাবে আইপিএস বিবেক সহায়ের সঙ্গে আরও দুই সিনিয়র আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম নবান্ন কমিশনে পাঠিয়েছিল। তার মধ্যে থেকেই এ দিন ১৯৮৯ সালের আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি নিয়োগ করল কমিশন।