শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া উমাপুর
গ্রামে ৬৫ বছর ধরে চলে আসছে রাধা কৃষ্ণের কুঞ্জ মেলা। যদিও এই মেলায় কোন পুরোহিত রাধা কৃষ্ণ সেবায় নিয়োজিত নেই ভক্তরা। নিজেরাই রাধা কৃষ্ণকে পূজো করে দেন ভোগ। তবে পূজো
উদ্যোক্তারা জানাচ্ছেন বাংলাদেশে এই পুজো প্রথম প্রচলন হয়।
তখন শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশে বৃন্দাবনের মতোই পুজো করার
নিদান দেওয়া হয়। এলাকাবাসীকে সেই মোতাবেক যে সমস্ত মানুষজন
পূর্ববঙ্গে থাকা সত্ত্বেও বৃন্দাবনে যেতে পারতেন না তাদের জন্যই এই কুঞ্জ মেলার
আয়োজন করা হত।
ভারতবর্ষে তারা পূর্ববঙ্গ থেকে আসার পর ৬৫ বছর
ধরে চিরাচরিত নিয়ম মেনে এই পূজার আয়োজন করেন। মূল পূজা
হয় পঞ্চবটি গাছের নীচে। সেখানে রাধা
কৃষ্ণ কে সাজিয়ে তাদের যুগল দর্শন করে নিজের হাতে তাদের প্রসাদ খাওয়ান এলাকার
সমস্ত ভক্তবৃন্দরা। অনুষ্ঠানে চলে শ্রীকৃষ্ণের লীলা এবং নাম সংকীর্তন প্রায় ১০
হাজারের উপর মানুষের সমাগম ঘটে এই কুঞ্জ মেলায়। যারা
শ্রীকৃষ্ণের বিগ্রহ সেবায় নিয়োজিত রয়েছেন তারা কেউই আমিষ আহার গ্রহণ করেন না। নিরামিষ আহার গ্রহণ করেন তাঁরা।