আলিপুরদুয়ার (Aliporeduar) ২ ব্লকের মাঝের ডাবরি (Dabri) গ্রাম
পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের ( Trinamool Congress) অঞ্চল অফিস উদ্বোধন ঘিরে বিতর্ক তৈরি হল। বেলা ১২ টা নাগাদ এই অফিসের উদ্বোধন করেন
তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা কমিটির চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা। এই অফিস
উদ্বোধনের পরেই সিপিএমের (CPIM) পক্ষ থেকে অভিযোগ
তোলা হয় নির্বাচনী বিধি ( Model Code of Conduct) ভঙ্গ করে এই অফিস উদ্বোধন করেছে শাসক দল । নির্বাচন
কমিশনের কাছে সিপিএম অভিযোগও জানায়।
সিপিএমের আলিপুরদুয়ার জেলা সম্পাদক কিশোর দাস
বলেন,
“ওটা পুরনো গ্রাম পঞ্চায়েত অফিস। সরকারি সেই অফিস দখল করে পার্টি
অফিস করেছে তৃণমূল কংগ্রেস। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।” এদিকে অভিযোগের পরেই ব্যবস্থা নেয় জেলা
নির্বাচন কমিশন। এম সি সি কর্তারা গিয়ে ওই অফিস থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা ও বোর্ড খুলে নেয়। যদিও প্রশাসনিক কর্তারা কেউই এই বিষয়ে কোন মন্তব্য করেন নি। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের
চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা বলেন, “
ওখানে অফিস উদ্বোধন করতে গিয়েছিলাম । সমস্যা থাকলে প্রশাসন
ব্যবস্থা নেবে। আমরা বেআইনি কাজকে প্রশ্রয় দেই না। ”