নিউজ ডেস্ক: রাজ্যের কোচবিহার,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এই তিন আসনের নির্বাচন আছে প্রথম দফায়। ২৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথম দফায় তিনটি লোকসভা আসনে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যে এসে পৌঁছচ্ছেন তিন পর্যবেক্ষক। আধা সেনা মোতায়েনে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত।
১৯ এপ্রিল নির্বাচন প্রথম দফার আর এই তিন জেলাতেই ২০ মার্চ থেকে মনোনয়ন শুরু হচ্ছে।
ইতিমধ্যেই প্রথম দফায় আধা সেনা মোতায়েনের রূপরেখা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রথম দফার ভোটে তিনটি আসনে প্রতিটি বুথেই আধা সেনা রেখেই ভোট পর্ব অনুষ্ঠিত করতে চায় নির্বাচন কমিশন। সূত্র মারফত জানা গেছে বাংলায় সুষ্ঠ ভাবে ভোট করাতে এমনই পরিকল্পনা করেছে জাতীয় নির্বাচন কমিশন।
উল্লেখ্য চলতি নির্বাচনের জন্য বেনজিরভাবে বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে ভোটের আগে ইতিমধ্যেই ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে বাংলাতে। বিভিন্ন জেলায় রুট মার্চও শুরু হয়ে গেছে। আর এবার প্রথম দফার এই তিনটি আসনের নির্বাচনের জন্য প্রায় ২৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করেছে জাতীয় নির্বাচন কমিশন।