নিউজ ডেস্ক: গার্ডেনরিচের ঘটনায় অবশেষে উদ্ধারকার্যে নামল এনডিআরএফ। সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। ভেঙে পড়া বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের ভিতরে প্রাণের স্পন্দন খুঁজে পেতে স্নিফার ডগ নিয়ে এসেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপের ভিতর স্নিফার ডগ প্রবেশ করিয়ে চলছে প্রাণের সন্ধান। আশঙ্কা করা হচ্ছে, ওই বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের তলায় এখনও ২জন আটকে থাকতে পারেন।
ইতিমধ্যে ৯ জনের মৃত্যুর খবর সামনে এসছে। কংক্রিটের তলা থেকে ১০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এনডিআরএফ। রবিবার গভীর রাতে বিল্ডিং বিপর্যয়ের পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। সোমবার সারাদিন উদ্ধারকাজ চলার পর রাতে তা বন্ধ রাখা হয়েছিল। এরপর মঙ্গলবার ফের শুরু হয়েছে উদ্ধার অভিযান। কিন্তু এখনও দু’জন ওই কংক্রিটের ধ্বংসস্তূপের তলায় আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় এবার উদ্ধার অভিযানে আনা হয়েছে বিশেষ প্রশিক্ষিত স্নিফার ডগ।
প্রসঙ্গত পাঁচতলা ভবন ভেঙে পড়ায় চারদিকে চাঙড়, লোহার জাল, বাঁশ, টিন আরও বহু কিছু স্তূপের মতো পড়ে। ফলে সেইসব সরিয়ে উদ্ধারকাজ যথেষ্ট চ্যালেঞ্জিং। যদিও উদ্ধারকারীরা সবরকমভাবে তৎপরতার সঙ্গেই উদ্ধারপ্রক্রিয়া চালাচ্ছে। এসবের মাঝেই গার্ডেনরিচ কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে লালবাজারের হোমিসাইড শাখা।
লালবাজার সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় প্রোমোটার সহ অন্য জড়িতদের বিরুদ্ধে স্বতঃপ্রনোদিত মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রজু হয়েছে। কলকাতা পুরসভার তরফ থেকে শোকজও করা হয়েছে ৩ ইঞ্জিনিয়ারকে।