নিউজ ডেস্ক : গার্ডেনরিচ কান্ডে তোপ শুভেন্দুর। বহুতল বিপর্যয়ে এবার সরব শুভেন্দু অধিকারী। হাবড়ার সভা থেকে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ এদিন মঞ্চ থেকে তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূলের আমলে জলাশয় বোজানো হচ্ছে। রাজ্যের সর্বোচ্চ জলাভূমি বুজিয়ে ফেলা হচ্ছে। ” একইসঙ্গে গার্ডেনরিচ কাণ্ডে এক্স হ্যান্ডেলে তোপ বিরোধী দলনেতার। টুইট করে শুভেন্দু লেখেন,’তৃণমূলের তৈরী করা বিপর্যয়’।
উল্লেখ্য সোমবার বহুতল বিপর্যয়ের ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরপরেই মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে ছবি-সহ পোস্ট করে বেশ কিছু অভিযোগও তুলেছেন তিনি। অভিযোগ করেছেন, ২০১০ র পরে ৫০০০ জলাশয় ভরাট হয়েছে। তাঁর দাবি, ওই এলাকায় ৮০০ অবৈধ নির্মাণ রয়েছে। পাশাপাশি ভোটের দিন ঘোষণার পরে কী করে মুখ্যমন্ত্রী এবং মেয়র ক্ষতিপূরণ ঘোষণা করলেন?