“আলো ছিল না শিল্প কী করে আসবে। রাজ্য সরকার হুগলি অঞ্চলে আলোর
ব্যবস্থা করতে পারেনি। নতুন রাজনীতিতে এসেছে। বলে ফেলেছে। যত দিন যাবে তৃণমূল দল ওর
কাছে ধোঁয়া থেকে ধোঁয়াশা হয়ে যাবে। তখন বলবে এই দলে এসে কী ভূল করেছি”। হুগলির তৃণমূল
প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের কারখানা ও কালো ধোঁয়ায় ভরে গেছে এলাকা প্রসঙ্গে পাল্টা
প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সাংসদ জানান ১৭ কোটি ৬২ লক্ষ টাকা
সাংসদ তহবিল থেকে খরচ করে আলোর ব্যবস্থা করা হয়েছে সংসদীয় এলাকায়।