নিউজ ডেস্ক : ভরা বসন্তের বৃষ্টিতে ভিজছে বাংলা। দুদিন ধরে প্রচণ্ড গরমের পর রাত-ভোর বৃষ্টি কার্যত স্বস্তি নিয়ে এসেছে। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। বুধবার ভোরবেলা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। কখনও টিপটিপ করে কখনও বা মুশলধারে। আর সেই রেষ রেখেই বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার। রোদের দেখা নেই। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপটে ভিজছে বহু জেলা। যদিও বৃষ্টি যে হবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। আর পূর্বাভাসকেই সত্যি করে গোটা রাত বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা।
বৃষ্টির প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। জলপাইগুড়ি, রায়গঞ্জ, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। ফলে উত্তরবঙ্গে বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমেছে। যেখানে দিনের বেলায় তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সেখানে তাপমাত্রা কমে হল ২১ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।
উত্তরবঙ্গের পাশাপাশি বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ বাড়বে ঝোড়ো হাওয়ার পরিমাণও। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত কয়েকদিন এরমই থাকবে তাপমাত্রা।
অন্যদিকে কলকাতারও অবস্থা এক। রাত দুটো থেকে লাগাতার বৃষ্টিতে ভেসেছে শহর কলকাতা। বৃষ্টি হয়েছে ১১.৯ মিলিমিটার। ফলে এক রাতের বৃষ্টিতেই কলকাতার তাপমাত্রা কমল ৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৫ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার সকাল থেকে মূলত মেঘলা আকাশ। হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরতলিতে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২০ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।